2020-12-20 Views: 65
ওয়াল্টন রুম হিটার WRH-PTC302W মূল্য এবং রিভিউ

ওয়াল্টন রুম হিটার WRH-PTC302W একটি আধুনিক ডিজাইনের রুম হিটার যা দেখতে ছোট এসি’র মতো। দেয়ালে লাগিয়ে রাখতে হবে এবং রিমোট দিয়ে পরিচালিত করতে পারবেন।কেনার আগে এর বৈশিষ্ট্য গুলো জেনে নিন-
টাইম সিলেকশন- ওয়াল্টন রুম হিটার WRH-PTC302W আপনার অনুপস্থিতিতে অন বা অফ করার জন্য এই মডেলে টাইম সেট করার অপ্সহন আছে।যে কোন একটা দিন এর নির্দিষ্ট সময় সেট করে রাখতে পারবেন আগে থেকেই।
তাপমাত্রা- ৪৯° ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপ পাওয়া যাবে ওয়াল্টন রুম হিটার WRH-PTC302W থেকে।
ফ্যান ফাংশন- গরমের সময় এই হিটারটি ফ্যানের কাজ করবে।গরম থেকে নিস্তার পেতে আমরা যে ফ্যান ব্যবহার করি, সে রকম ঠান্ডা বাতাস প্রবাহিত করতে পারে ওয়াল্টন রুম হিটার WRH-PTC302W।
এনার্জি সেভিং- তাপমাত্রা সেন্সর আছে ওয়াল্টন রুম হিটার WRH-PTC302W।যা ঘরের তাপমত্রাকে বিবেচনা করে সে অনুযায়ী হিটারের তাপমাত্রা সেট করতে সাহায্য করবে।অপ্রয়োজনীয় ভাবে তাপমাত্রা বাড়িয়ে বিদ্যুতের অপচয় রোধ করতে সাহায্য করে ওয়াল্টন রুম হিটার WRH-PTC302W।
কর্মদক্ষতা- ওয়াল্টন রুম হিটার WRH-PTC302W তে ১০০০ ওয়াট এবং ২০০০ ওয়াট পাওয়ার সেট করা যায়।২০ থেকে ২৫ মি² পরিমাণের জায়গা কভার করতে পারে এই মডেল টি।প্রতি ঘন্টায় বাতাস বা তাপের প্রবাহ ১৫৯ মি³।৫০ হার্জের ২২০ ভোল্ট বৈদ্যুতিক সংযোগ এই মডেলকে স্বক্রীয় করতে যথেষ্ট।
আকার ও আয়তন- অফ হোয়াইট রঙের ছোট আয়তাকার ওয়াল্টন রুম হিটার WRH-PTC302W দেখতে এসি’র অনুরূপ।নিচের দিকে একটি খড়খড়ি আছে যা খুলে ও নড়াচড়া করে তাপের প্রবাহ ছড়িয়ে দেয়।সামনের দিকে একটি গোলাকার আদলে এলইডি ডিস্পলে আছে, যা অফ/অন, অপারেটিং সিগন্যাল এবং তাপমাত্রা প্রদর্শন করে।এর আয়তন ৫৪ সেমি*১৯ সেমি*১৩.৮ সেমি।ওজন ২.৪৬ কেজি।
অন্যান্য সুবিধা- একটি আধুনিক রুম হিটারে ব্যবহারকারীর সুরক্ষার জন্য যে প্রযুক্তি গুলো ব্যবহার করা হয়, ওয়াল্টন রুম হিটার WRH-PTC302W তেও তাই ব্যবহার করা হয়েছে।বাচ্চাদের বিপদ থেকে দূরে রাখতে ব্যবহার করা হয়েছে চাইল্ড লক সিস্টেম।অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি জনিত দূর্ঘটনা থেকে দূরে রাখতে আছে PTC হিটিং ইলিমেন্ট।বৈদ্যুতিক শক থেকে ব্যবহারকারী দূরে রাখতে ওভার হিট প্রোটেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
শো-রুম এবং মূল্য- ওয়াল্টন রুম হিটার WRH-PTC302W মডেলটি যে কোন ওয়াল্টন শো-রুমে বা ওয়াল্টন অনুমোদিত হোম অ্যাপ্লায়েন্সের শো-রুমে পাওয়া যাবে।এর মূল্য ৫১০০ টাকা।