2020-11-28 Views: 111
সিঙ্গার রাইস কুকার SRRC-SRCFN1230JLRC মূল্য এবং রিভিউ

ধারণ ক্ষমতা- সিঙ্গার রাইস কুকার SRRC-SRCFN1230JLRC ২.২ লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট। এই মডেলটি একবারে ৮-১০ জন মানুষের জন্য ভাত রান্না করতে পারে।৯০০ ওয়াট বিদ্যুৎ খরচ হয় এতে ভাত রান্না করতে।ভাত এবং ভাত জাতীয় যে কোন খাবার বা দুধের তৈরি ডেজার্ট আইটেম বানাতেও আপনি রাইস কুকার ব্যবহার করতে পারবেন।
গঠন ও সদৃশ্য- সাদা এবং পারপেল রঙের সমন্বয়ে এই মডেলটির সম্মুখ অংশে হালকা ফুলের প্রিন্ট আছে।নিচে অ্যাডজাস্তেবল লেগ যা সমতল জায়গায় মজবুত ভাবে নিজেকে আটকে রাখতে সক্ষম।সিঙ্গার রাইস কুকার SRRC-SRCFN1230JLRC এর বডি স্টেইনলেস স্টীলের তৈরী।হাতল ওয়ালা ঢাকনা প্লাস্টিকের এবং ঢাকনার নিচে গ্যাস্কেট আছে।গ্যাস্কেট থাকের ফলে ভেতরের পাত্র এবং তাপ দুটোই আটকে থাকে।ভাত রান্নার সময় যে অল্প মাড় সৃষ্টি হয় তা বের হওয়ার জন্য একটি ছোট ভেন্টিলেশন পথ ঢাকনার সাথে লাগানো আছে।ঢাকনা খোলার সময় সেই সামান্য পানি বা মাড় টুকু অটোমেটিক ঢাকনা বেয়ে পেছনের একটি ছোট পকেট কেস-এ জমা হবে।ভাত রান্নার জন্য কুকারের ভেতরে একটি দুই লেয়ার কোটিং বিশিষ্ট নন-স্টিক ইনার পট আছে।ভাত রান্নার সময় চাল ও পানি মেপে দিতে একটি মেজারিং কাপ এবং একটি রাইস স্কুপ ফ্রি পারেন।
নিয়ন্ত্রণ- সিঙ্গার রাইস কুকার SRRC-SRCFN1230JLRC এর সম্মুখ ভাগেই একটি সুইচ আছে আর দু’পাশে দুইটি লাইট আছে।ভেতরের পাত্রে চাল ও পানি বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে সুইচ অন করার সাথে সাথে ডান পাশের লাইট জ্বলে উঠবে।রান্না শেষ হয়ে গেলে সুইচটি উপরে উঠে আসবে এবং বাম পাশের বাতি জ্বলে উঠে আপনাকে রান্না শেষ হওয়ার সংকেত দেবে স্বয়ংক্রীয় ভাবে।এর পাওয়ার সীমা ২২০ ভোল্ট এবং ৫০ হার্জ।বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য একটি মজবুত পাওয়ার কর্ড রাইস কুকারের সাথেই দেয়া থাকে।
মূল্য এবং প্রাপ্তিস্থান- সিঙ্গার রাইস কুকার SRRC-SRCFN1230JLRC মডেলটি আপনার নিকটস্থ যে কোন সিঙ্গার শো-রুমে পেয়ে যাবেন।এর মূল্য ২০০০ টাকা।