মার্সেল MEA-B168M এয়ার কুলার মূল্য এবং রিভিউ
গরমের দিন গুলোতে সুলভ মূল্যে স্বস্তি পেতে ব্যবহার করতে পারেন এয়ারকুলার। এসি এবংএয়ার কুলার এর মধ্যে মূল পার্থক্য হলো, এসি আপনার প্রয়োজন এবং আবহাওয়া অনুযায়ী গরম এবং ঠান্ডা দুই রকমেরই আবহাওয়া তৈরি করতে সক্ষম। কিন্তু এয়ার কুলার শুধু এক রকমের অর্থাৎ শুধুই ঠান্ডা হাওয়া দিতে পারে।
তারপরও প্রখর তাপ দাহে শুধু ঠান্ডা বাতাসের চাহিদা অগ্রাহ্য করার মতো নয়। Marcel Air Cooler MEA-B168M অন্যতম একটি এয়ার কুলার মডেল।
গঠন- Marcel Air Cooler MEA-B168M অনেকটা সাইন্ডবক্স এর মতো।তবে এর নিচে চারকোণে চারটি চাকা আছে।চাকা গুলো ৩৬০° ঘুরতে সক্ষম।ফলে যেকোন জায়গায় খুব সহজে স্থানান্তর উপযোগী।সাদা রঙের মূল গঠনের ওপর উইন্ডো, কন্ট্রোল প্যানেল এবং একপাশের ধারে হাইলাইট এরমতো আসমানি রঙের ব্যবহার হয়েছে।উইন্ডোর নিচে ওয়াটার ট্যাংক।সেখানে একটি স্বচ্ছ স্কেল বিশিষ্ট অংশ আছে, যার মাধ্যমে ভেতরে পানির মাপ দেখাযাবে।
পরিচালন পদ্ধতি - Marcel Air Cooler MEA-B168 M এর ওয়াটার ট্যাংক এ পানি পূর্ণ করতে হবে। এরপর বৈদ্যুতিক সংযোগ সম্পন্ন করলেই ঠান্ডা বাতাস পাবেন।কুলারের একদম ও পরে ৬টি প্রেস বাটন আছে। এই বাটন গুলোর সাহায্যে অফ/অন সহ বাতাসে বেগ নিয়ন্ত্রণ করতে পারবেন।রিজার্ভ ট্যাংকের পানি কমেগেলে তা বাইরে থেকে দেখতে পারবেন। ভেতরে হানিকম্বমিডিয়া ব্যবহার করা হয়েছে, যা ভেতরে তাপ জমে থাকতে দেয় না।যন্ত্রের পরিচালনার ফলে উৎপন্ন হওয়া তাপ বের করে দেয়।ঠান্ডা বাতাসের প্রবাহ নিশ্চিত করে। ভরটেক্সটাইপ এয়ারডাক্ট বাতাসকে প্রবল বেগে প্রবাহিত করে, যা ঘরময় ছড়িয়ে পড়ে।
বৈদ্যুতিক বৈশিষ্ট্য-Marcel Air Cooler MEA-B168M সাধারণ সাপ্লাই লাইনের ২২০-২৪০ ভোল্টের বিদ্যুৎ সংযোগে স্বক্রীয় হয়।যার রেটেড ফ্রিকোয়েন্সী ৫০ হার্জ এবং ইনপুট পাওয়ার ৬০ ওয়াট।
মূল্য এবং শো-রুম -Marcel Air Cooler MEA-B168 M আপনার শহরের বেস্ট ইলেকট্রনিক্স এর শো-রুমে অথবা মার্সেল গ্রুপের অনুমোদন প্রাপ্ত যেকোন হোম অ্যাপ্লায়েন্সের শো-রুমে পাবেন।