2020-12-29 Views: 94
সিঙ্গার ইন্সট্যান্ট ওয়াটার হিটার SWH-118EP মূল্য এবং রিভিউ

সিঙ্গার ইন্সস্ট্যান্ট ওয়াটার হিটার SWH-118EP একটি ইন্সট্যান্ট গিজার মডেল।সিঙ্গার ব্র্যান্ডের যেকোন অ্যাপ্লায়েন্স মানে এবং দীর্ঘস্থায়িত্বে ক্রেতাদের আস্থা অর্জন করেছে।সিঙ্গার ইন্সস্ট্যান্ট ওয়াটার হিটার SWH-118EP একটি কেনার আগে এর বৈশিষ্ট্যগুলো জেনে নিন-
কার্য পদ্ধতি-সিঙ্গার ইন্সস্ট্যান্ট ওয়াটার হিটার SWH-118EP আপনার বাথরুমের দেয়ালে গিজারটি সেট করতে হবে।পানির লাইনটি সরাসরি ইনলেট পয়েন্টের সাথে সংযুক্ত করে দিতে হবে।লাইন থেকে পানি সরাসরি ট্যাংকে প্রবেশ করে গরম হয়ে তা শাওয়ারের মধ্য দিয়ে বেরিয়ে আসবে।রেগুলেটরে আপনি যে তাপমাত্রা সেট করে দেবেন সেই তাপমাত্রাতেই পানি গরম হবে।
তাপমাত্রা নিয়ন্ত্রণ- তাপমাত্রা নিয়ন্ত্রণের তিনটি ধাপ আছে এই মডেলে।হালকা, মাঝারি এবং বেশিতাপ। আপনি যেমন চান সেরকম তাপ সেট করে নিতে পারেন।এছাড়াও সিঙ্গার ইন্সস্ট্যান্ট ওয়াটার হিটার SWH-118EP আপনাকে যে সুবিধাগুলো দেবে তা হল-
বিল্ট-ইন অটোফ্লো সুইচ ওভারহিটিং প্রতিরোধ করে।
বিল্ট-ইন ১৫ এমএ সংবেদনশীলতা।
অ্যান্টি-স্ক্যালডিং তাপীয় সুরক্ষা।
বিল্ট-ইন লাইটনিং সার্জ প্রটেক্টর।
পানির প্রবাহ এবং শাওয়ারের স্প্রে প্যাটার্ন- প্রতি মিনিটে দুই লিটার পানি প্রবাহিত করতে সক্ষম সিঙ্গার ইন্সস্ট্যান্ট ওয়াটার হিটার SWH-118EP।আপনি তাপমাত্রা নিয়ন্ত্রিত রেখে সরাসরি গোসল করতে পারবেন এর হ্যান্ড শাওয়ার ব্যবহার করে।পাঁচ রকম পানির ধারা বের হয় এই শাওয়ার থেকে- মাসাজ, মিক্সড, স্যান্ডার্ড, স্মুথ, জাম্বো।০.১ থেকে ৬ বার পর্যন্ত চাপ নিতে সক্ষম এই গিজার মডেলটি।
প্যাকেজিং কন্টেন্ট-সিঙ্গার ইন্সস্ট্যান্ট ওয়াটার হিটার SWH-118EP এর প্যাকেটের ভেতরে ইন্সটল করার জন্য প্রয়োজনীয় উপকরণ গুলো প্যাকেটে দেয়া আছে।উপকরণ গুলো হলো- শাওয়ার ইউনিট, মাল্টি-স্প্রে-হ্যান্ড শাওয়ার, স্লাইডার রেইল-ট্রে, সোপট্রে, স্টপ ভালভ উইথ ফিল্টার, স্ক্রু এবং ওয়ালপ্লাগ। সাথে সাহায্যকারী হিসেবে পাবেন অপারেশন ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড।
অন্যান্য বৈশিষ্ট্য-হাই কোয়ালিটির ইউকে টেকনোলজির হিটিং ইলিমেন্ট ব্যবহার করা হয়েছে সিঙ্গার ইন্সস্ট্যান্ট ওয়াটার হিটার SWH-118EP তে।এই গিজারে বিল্ট-ইন RCD রেসুডুয়াল কারেন্ট ডিভাইস আছে, ফলে কারেন্ট লিকেজের মতো কোন দূর্ঘটনা ঘটলে অটোমেটিক পাওয়ার কাট-অফ হয়ে যাবে। PVC ফ্লেক্সিবল হোস পাইপ ব্যবহার করা হয়েছে এই মডেলে যা সহজ এবং সাধারণ সমাধান বৈদ্যুতিকরণ থেকে সুরক্ষিত রাখার।ডুয়েল টেম্পারেচর থার্মাল কাট-অফ প্রোটেক্টর আছে এতে।স্টেপলেস ইলেক্ট্রনিক পাওয়ার কন্ট্রোল।এই গিজারে ব্যবহৃত RoHS এ কোন লেড ও মার্কারি ব্যবহার করা হয়নি। এছাড়াও সিঙ্গার ইন্সস্ট্যান্ট ওয়াটার হিটার SWH-118EP তে ইলেক্ট্রনিক ভেরিয়েবল পাওয়ার টেম্পারেচার কন্ট্রোল, 3 ইন 1 কম্প্যাক্টস্টপ, ফ্লো এন্ড ফিল্টার ভাল্ব এবং ৫৫ ডিগ্রী সেলসিয়াস এন্টি-স্ক্যাডিং আছে।
ডাইমেনশন এবং ওয়েট-সিঙ্গার ইন্সস্ট্যান্ট ওয়াটার হিটার SWH-118EPএর (H*W*L)-(৩৫৬*২৪৬*১১৭) এবং এর নিট ওয়েট ৪ কেজি।
মূল্য এবং শো-রুম-সিঙ্গার ইন্সস্ট্যান্ট ওয়াটার হিটার SWH-118EP আপনার নিকটস্থ যে কোন সিঙ্গার শো-রুমে পাবেন।বাড়িতে বসে অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন এই মডেল এ।এই গিজার মডেলের মূল্য- ১১৯৯০.০০ টাকা।