Published: 2021-02-28 Views: 383
ওয়াল্টন ফ্যান WRTF14A মূল্য এবং রিভিউ

আকার- টেবিল ফ্যান দেখতে যেমন হয় ওয়াল্টন ফ্যান WRTF14A তার ব্যতিক্রম নয়। গাঢ় লাল বা খয়েরি রঙের ফ্যানের বডি এবং পাখা। সেফটি নেট সাদা রঙের। পাতলা পাতলা ৫টি পাখা আছে এই ফ্যানে।এমন পাখাতে বাতাস ছড়িয়ে পড়ে বেশি।বেস এ তিনটি বাটন আছে।এই টেবিল ফ্যানের উচ্চতা ১৪"।ওয়াল্টন ফ্যান WRTF14A এর ব্যাস ৩৫০ মিমি।
সাধারণ বৈশিষ্ট্য- ওয়াল্টন ফ্যান WRTF14A এ দীর্ঘ সময় চলতে সক্ষম ব্যটারি আছে।এই ফ্যানটি রিমোট দ্বারা অথবা রিমোট ছাড়া দুই ভাবেই পরিচালিত হতে পারে।এসি এবং ডিসি দুই পাওয়ার সাপ্লায়েই চলতে সক্ষম।সরাসরি বিদ্যুৎ সংযোগ করে যখন চলবে তখন তা এসি সাপ্লাইয়ে সক্রীয় হবে।এসি তে চলা অবস্থায় একই সাথে এটি রিচার্জ হয়ে যায়।অথবা ফ্যান অফ রেখে এসি সংযোগ দিয়ে রেখেও চার্জ করা যাবে।এতে ৬ ভোল্টের ডিসি মোটর সংযুক্ত আছে।পূর্ণ চার্জের জন্য ৮ থেকে ১০ ঘন্টা সময় চার্জ দিতে হবে।
বৈদ্যুতিক বৈশিষ্ট্য- ৫০ হার্জ ফ্রিকুয়েন্সির ২২০ ভোল্টের বৈদ্যুতিক সংযোগে ওয়াল্টন ফ্যান WRTF14A সক্রীয় হয়।ফ্যানটি চলমান অবস্থায় ০.২৫ অ্যাম্পিয়ার বিদ্যুৎ খরচ করে।এই মডেলের কর্মক্ষমতা ২০ ওয়াট।পাওয়ার ফ্যাক্টর ০.৪৫। স্পীড ১৩০০ rpm. সার্ভিস ভ্যালু ০.৬ মি³/মিন/ওয়াট।ব্যবহারকারির সুরক্ষার জন্য ব্যবহৃত ইন্সুলেশন ক্লাস E।বিদ্যুৎহীন অবস্থায় দেখার সুবিধার্থে এলইডি লাইট যুক্ত আছে ফ্যানের সাথেই।এছাড়াও বাতাস ছড়িয়ে পড়ার জন্য আছে অটোমেটিক অসিলেশন সিস্টেম।প্রতি মিনিটে ১২ মি³ বাতাস প্রবাহিত করতে সক্ষম ওয়াল্টন ফ্যান WRTF14A।
ব্যাটারি রানিং টাইম- ডিসি সাপ্লাইয়ে বা লোডশেডিং চলাকালে হাই স্পীডে ফ্যান চললে প্রায় ৫ ঘন্টা পর্যন্ত চলতে পারবে।স্বাভাবিক গতিতে চললে তা চলবে ৭.৫ প্রায় ঘন্টা।লো স্পীডে চলবে প্রায় ১২ ঘন্টা। ওয়াল্টন ফ্যান WRTF14A এর সাথে সংযুক্ত এলইডি লাইট এর লাইফ টাইম ১৫০ ঘন্টা।
মূল্য এবং শো-রুম- ওয়াল্টন ফ্যান WRTF14A আপনার শহরের যে কোন ওয়াল্টন শো-রুমে পাবেন।এই রিচার্জেবল টেবিল ফ্যানটির মূল্য ৩১৫০.০০ টাকা।