ইকো+ রাইস কুকার EC-CL601মূল্য এবং রিভিউ
রাইস কুকার বাংলাদেশের পরিবারের অতি প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স। ভাত আমাদের প্রধান খাদ্য। অনেক সময় সকালের নাস্তাতেও ভাত, খিচুরী খাওয়া হয়ে থাকে। প্রতিদিন যে খাবার অন্তত ১ বার হলেও রান্না করা হয়, তা খুব সহজ এবং কম সময়ে প্রস্তুত করে দেয় রাইস কুকার। ইকো+ রাইস কুকার EC-CL601 ইকো ব্র্যান্ডের একটি আকর্ষণীয় ডিজাইনের রাইস কুকার।
গঠন – একটি বেসিক রাইস কুকার মডেল ইকো+ রাইস কুকার EC-CL601। সাদা রাইস কুকারের ভেতরে অ্যালুমিনিয়াম ইনার পট। ইনার পটেরও পরে একটি অ্যালুমিনিয়াম স্টীমার আছে। স্টীমারের ওপর ভাত রান্নার সময় আলু বা যেকোন সবজি রেখে সেদ্ধ করতে পারবেন। আবার শুধু মাত্র ভাপে সেদ্ধ বা রান্না করার জন্যও এই স্টীমার ব্যবহার উপযোগী। ওপরে একটি কাঁচের ঢাকনা আছে। স্টিমার প্রয়োজন হলে ব্যবহার করবেন, প্রয়োজন না হলে সরিয়ে রাখবেন। শুধু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন। আউটার পটের দুই পাশে দুইটি ছোট লুপ আকৃ্তির হাতল আছে। একই রকম হাতল স্টীমারের সাথেও লাগানো আছে। ধরে ব্যবহার বা স্থানান্তরের সুবিধার্থে এই হাতল গুলো লাগানো আছে। সামনের দিকে একটি ওয়ান ওয়ে সুইচ আছে, যা পুশ করে কুকিং লাইট অন হলেই রান্না শুরু। রান্না শেষ হলে আপনা থেকেই সুইচ বন্ধ হয়ে যাবে। তখন কি পওয়ার্ম লাইট অন হয়ে যাবে। এই অবস্থায় রান্না করা খাবার গরম থাকবে কয়েক ঘন্টা পর্যন্ত। কয়েল খুব হালকা অবস্থায় উত্তপ্ত হয়ে তাপ সরবরাহ করে যায়।পুরোপুরি ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেই কেবল মাত্র ইকো+ রাইস কুকার EC-CL601বন্ধ হয়ে যাবে।
বৈদ্যুতিক বৈশিষ্ট্য - ইকো+ রাইস কুকার EC-CL601সচল অবস্থায় ১০০০ ওয়াট বিদ্যুৎ শক্তি খরচ করে। ২২০ ভোল্টের ৫০ হার্জ বিশিষ্ট পাওয়ার সাপ্লাই যথেষ্ট এই মডেল এর জন্য।
সতর্কতা- একটি নির্দিষ্ট ও মজবুত পাওয়ার সাপ্লাই বোর্ড ব্যবহার করা ভালো যে কোন ইলেক্ট্রনিক্স অ্যাপ্লায়েন্স ব্যবহারের জন্য। এতে করে অ্যাপ্লায়েন্সের ক্ষতির সম্ভাবনা বা বিদ্যুৎ জনিত দূর্ঘটনা থেকে দূরে থাকতে পারবেন।পরিবারের নিরাপত্তার জন্য এ বিষয়গুলো খেয়াল রাখা জরুরি।
সুবিধা- ইকো+ রাইস কুকার EC-CL601 আপনার সুবিধা মতো যে কোন জায়গায় রাখতে পারবেন। ব্যবহার সহজ এবং পরিষ্কার করা সহজ। কুকারের সাথে একটি স্টীমার দেওয়া আছে, যা সবজি সেদ্ধ করতে বা যে কোন খাবার ভাপে সেদ্ধ করতে ব্যবহার করতে পারবেন।
সীমাবদ্ধতা - ইকো+ রাইস কুকার EC-CL601বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়। লোড শেডিং এর সময় ইহা ব্যবহারের অনুপযোগী।
মূল্য এবং শো-রুম- ইকো+ রাইস কুকার EC-CL601আপনার শহরের নিকটস্থ বাটারফ্লাই শো-রুম থেকে কিনতে পারবেন। ইকো+ রাইস কুকার EC-CL601এর মূল্য৩,৫৯০.০০ টাকা।