ওয়াল্টন WRC-PAPE22 রাইস কুকার মূল্য ও বৈশিষ্ট্য
আমাদের দেশের প্রধান খাদ্য ভাত। ভাত রান্না করা খুব জটিল কাজ নয়, আবার সহজও নয়। পানি একটু কম বেশি হলে ঝরঝরে ভাত হয় না। আবার তাপের কম বেশি হলেও ভাত খাওয়ার উপযোগী হয় না। এ সূক্ষ মাপ-জোখের কাজটি খুব সহজ এবং নিশ্চিন্ত করে দিয়েছে রাইস কুকার। তাই বর্তমান সময়ে রাইস কুকার আমাদের রান্না ঘরের অন্যতম প্রয়োজনীয় একটি হোম অ্যাপ্লায়েন্স।
বাজারে সাধারণত যে ডিজাইনের রাইস কুকার পাওয়া যায় সেগুলো প্রায় একই রকম ডিজাইন চলছে, অনেক দিন থেকে। ওয়াল্টন ইলেক্ট্রনিক্স বাজারে একটি নান্দনিক ডিজাইনের রাইস কুকার বাজারে এনেছে।ওয়াল্টন WRC-PAPE22 রাইস কুকারটি যে কোন ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। সাথে যুক্ত হয়েছে আধুনিক কিছু ফিচার।
সদৃশ্য- ওয়াল্টন WRC-PAPE22 দেখতে কিছুটা গোলাকার। পুরো বডি উজ্জ্বল রঙের প্লাস্টিকের তৈরি। দুই স্তরের নন-স্টিক ইনার কোটিং আছে। কুকারের ভেতরের অংশ এবং ইনারপট দুটোই নন-স্টিক টাইপ।কুকারের বাইরে লুপ আকারের হাতল আছে দু’পাশে। এই হাতল ব্যবহার করে কুকারটিকে খুব সহজে স্থানান্তর করা যায়। আপনার প্রয়োজন অনুযায়ী হালকা এবং বহন যোগ্য এই মডেলটি যা পছন্দ মতো জায়গায় স্থানান্তর করতে পারবেন। ওয়াল্টন WRC-PAPE22 মডেলের তিনটি রঙ পাবেন।লাল, গোলাপি এবং আসমানি।
বৈশিষ্ট্য- ওয়াল্টন WRC-PAPE22 এ সেফটি থার্মোস্ট্যাট আছে ভালো মানের বিদ্যুৎ রোধী সুরক্ষা দেয়ার জন্য।রাইস কুকারের বডি শক রেজিস্ট্যান্ট। রাইস কুকারের উপরের অংশে একটি স্টীমার থাকে। ওয়াল্টন WRC-PAPE22 এর উপরে যে স্টীমার ব্যবহার করা হয়েছে তা উন্নত মানের পলি-কার্বোনেট ফুড স্টীমার। যা উচ্চ তাপমাত্রা সহনশীল। খুব সহজ এর পরিচালনা পদ্ধতি। একটি মাত্র পুশ বাটন আছে। বিদ্যুৎ সংযোগ সম্পন্ন করে শুধুমাত্র পুশ বাটন প্রেস করলেই কাজ শেষ। রান্না হয়ে গেলে আপনা থেকেই কিপ ওয়ার্ম অপশনে চলে যাবে। পরিষ্কার করা খুব সহজ। নন-স্টিক সারফেস এবং ইনার পট হওয়ার জন্য খুব সহজে এবং তাড়াতাড়ি পরিষ্কার করা যায়।
মূল্য এবং শো-রুম- ওয়াল্টন WRC-PAPE22 সারাদেশের যে কোন ওয়াল্টন শো-রুমে পাওয়া যাবে।ওয়াল্টন WRC-PAPE22 মূল্য ২,৫৭০ টাকা।