Published: 2019-04-07 Views: 1226
Sebec-SHL-03(E) Rechargeable Light price and reviews

আর এর বর্ণণাও দিয়ে শেষ করা যাবে না।বিশেষ ভাবে পরীক্ষার্থী, রোগী, শিশু ও বয়স্ক মানুষের কষ্ট সব থেকে বেশি।আলোর সমস্যা দিনে খুব জটিল নাহলে ও রাতে প্রকট আকার ধারন করে।
শিক্ষার্থীদের পড়াশুনা ব্যাহত হয় । লোডশেডিং এর সময় আলোর সমস্যার সমাধানের জন্য আমাদের মত উন্নয়নশীল দেশের মধ্যবিত্ত ঘরের মানুসের জন্য রিচার্জেবল চার্জার লাইট একটি সহজ সমাধান। সিবেক (নাম)রিচার্জেবল চার্জার লাইট এদের মধ্যে অন্যতম।
সিবেক একটি সুপরিচিত ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড। বিভিন্ন রকম সময় উপোযগী হোমঅ্যাপ্লায়েন্স এর সরবরাহ এই কোম্পানী দিয়ে থাকে। সিবেক রিচার্জেবল চার্জার লাইট বেশ প্রচলিত একটি পণ্য। এর বৈশিষ্ট্য গুলো একটু দেখা যাক-
- ৬ ভোল্ট, ৪.৫ এ এইচ শিল্ড লেড-এসিড রিচার্জেবল ব্যাটারী।
- ১৪ ওয়াট
- ৪ ঘন্টার স্থীতি কাল।
- ২টি রাউন্ড প্লাগ-পিনের ১ মিটার লম্বা পাওয়ার কর্ড।
- ১ বছরের ওয়ারেন্টি এবং দেশের যেকোন জায়গায় সার্ভিসিং এর সুবিধা পাবেন।
গঠন-
এর গঠন খুব হাল্কা এবং স্মার্ট।মজবুত প্লাস্টিকের তৈরী লাইট এর মাথায় এবং গোড়ায় লাল রঙ। সচ্ছ প্লাস্টিকের কেসিং এ বাতিটি সুরক্ষিত। কেসিং থাকার ফলে লাইট এর উপর সরসরি কোন আঘাত আসবে না। এর আলো আপনি নিজের প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করতে পারবেন ।গঠনের ভার এর গোড়ার দিকে। এ জন্য এর ব্যালেন্স ধরে রাখতে পারে নিজেই। যে কোন জায়গায় দাড় করিয়ে রাখা যায়।
বৈদ্যুতিক বৈশিষ্ট্য-
এই মডেলে ৬ ভোল্ট এর ৪.৫ এ এইচ শিল্ড লেড-এসিড রিচার্জেবল ব্যাটারী ব্যবহৃত হয়েছে। এই ব্যাটারী বেশ সস্তা কিন্তু, নির্ভরযোগ্য। সঠিকভাবে ব্যবহারকরলে এটি অনেক দিন পর্যন্ত সেবা প্রদান করবে।এর ডিস চার্জ ক্যাপাসিটি খুব সহজেই মানিয়ে নেয় আপনার প্রয়োজন অনুসারে।কখনো বেশি বা কখনো কমযাই হোক, ব্যাটারী আপনাকে নির্দিষ্ট ক্ষ্মতার মধ্যে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাবে।১৪ ওয়াট এর এই রিচার্জেবল লাইট আপনার ঘরকে পূর্ণ আলোকিত করার দক্ষতা রাখে মাত্র ৪ ঘন্টা চার্জ নিয়ে। চার্জ করার জন্য লাইট এর সাথেই একটি ২ পিনের রাউন্ড প্লাগের ১ মিটার লম্বা কর্ড দেয়া হয়। আপনার চার্জিং পয়েন্ট কিছুটা দূর হলেও আপনার চার্জ দিতে সমস্যা হবে না।চার্জিং এবং ডিসচার্জিং ইন্ডিকেটর সিগন্যাল লাইটআছে। এর পর্যাপ্ত আলো আপনার ঘরের অন্ধকার দূর করবে, যেন লোডশেডিং এরপ্রভাব বুঝতে দিবে না।
অন্যান্য বৈশিষ্ট্য-
এই মডেলটি পোর্টে বল। মানে আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন।পড়াশুনার জন্য টেবিল এ, রান্নার সময় রান্নাঘরে, বিছানার পাশে অথবা টয়লেট এ। যে কোন জায়গায় এটি সহজেই ব্যবহার উপযোগী একটি মডেল।এর খুব হাল্কা সদৃশ্য কিন্তু মজবুত হাতল থাকার জন্য আপনি এটি ঝুলিয়ে ও রাখতে পারবেন ।প্রয়োজনপরলে বাইরেও বহন করতে পারবেন সাচ্ছ্যন্দে। কোম্পানী আপনাকে এক বছরের ওয়ারেন্টি দিবে কাস্টমার কেয়ার সহ। এছাড়া, সারাদেশের সর্বত্র এই মডেল এর সার্ভিসিং সেবা পাবেন আপনি। এইসুবিধাজনকমডেলআপনিসুপরিচিতযেকোনহোমঅ্যাপ্লায়েন্সেরশো-রুমএপাবেন।এরমূল্য১৭০০টাকা।