Published: 2020-10-14 Views: 499
LG মাইক্রো-ওয়েভ ওভেন MS2595DIS মূল্য এবং রিভিউ
ওভেন একটি অত্যন্ত উপকারি এবং উপযোগী একটি হোম অ্যাপ্লায়েন্স।উপকারি এই অর্থে কারণ একটি রান্না করা খাবার রিপিট চুলায় গরম করলে অনেক সময় এর পুষ্টিগুণ এবং মান নষ্ট হয়ে যায়।আপনি যদি ওভেনে গরম করেন, তাহলে দুই উপাদানই ঠিক থাকে।আধুনিক রান্না ঘরে এই অ্যাপ্লায়েন্সের চাহিদা ব্যাপক।বিশেষ করে বেকিং এর জন্য ওভেন ছাড়া অন্য কোন ভালো অপশন নেই আপনার।
আকার এবং গঠন- LG মাইক্রো-ওয়েভ ওভেন MS2595DIS কালো রঙের সোলো টাইপ ওভেন।এর ধারণ ক্ষমতা ২৫ লিটার।এর খোলার পাল্লাটা সাইড সুইং এবং কাঁচটি ধোঁয়াশা বা অস্বচ্ছ।কন্ট্রোল প্যানেল গ্লাস টাচ সিস্টেম এবং সাদা রঙের এলইডি বিশিষ্ট।পাল্লার পাশেই কন্ট্রোল প্যানেল আছে।এই মডেলের আয়তন-(প্রস্থ*উচ্চতা*দৈর্ঘ্য)-(৪৭৬*৩৬১*২৭২)।নিট ওজন-৯.৬ কেজি।

রান্নার বিভিন্ন ফাংশন- LG মাইক্রো-ওয়েভ ওভেন MS2595DIS –এ রিহিট,সফটেন,মেল্ট,প্রুফ এবং ওয়ার্ম, ইনভার্টার ডিফ্রস্ট, পপুলার মেন্যু বা খুব বেশি প্রচলিত রান্না গুলোর মেন্যু সাজানো আছে।বাটন প্রেস করতে অটোমেটিক মেন্যু অনুযায়ী ওভেন তাপমাত্রা সেট করে নেবে।
বৈদ্যুতিক খরচ- LG মাইক্রো-ওয়েভ ওভেন MS2595DIS এর ক্ষমতা ১১৫০ ওয়াট। তবে স্বক্রীয় অবস্থায় ১০০০ ওয়াট গ্রহণ করে।২২০ ভোল্ট/৫০ হার্জ এই মডেলের স্বক্রীয় হতে যথেষ্ট।
মূল্য এবং শো-রুম- LG মাইক্রো-ওয়েভ ওভেন MS2595DIS আপনার শহরের LG-বাটারফ্লাই শো-রুমে পাবেন।এর মূল্য-১৬১২৫ টাকা।