Published: 2019-05-29 Views: 1404
Gree refrigerator GDRF-450 price and reviews

বহিঃদৃশ্য-এখন প্রতিদিন-ই বিভিন্ন রকমের নতুন ডিজাইন বাজারে আসছে।(নাম)পুরো টাই কালোরঙের রেফ্রিজারেটর। এর মসৃণ ও চকচকে ফিনিশিং যে কোন পরিবেশে সহজেই খাপ খাইয়ে যাবে।৪৫০ লিটারের ধারণ কক্ষমতা সম্পন্ন ফ্রিজটি পরিবারের কেয়ার টেকারের কাজ করবে। আপনি এই ফ্রিজটি কিনতে চাইলে আপনার বাড়ির একটি খোলামেলা ও প্রশত্থজায়গা নির্বাচন করুন এই মডেলটি রাখার জন্য।শুধু এর আকৃ্তি নয় বরং এর বৈশিষ্ট্যের জন্য এই ফ্রিজটি বড় পরিবার অথবা হোম মেকারের জন্য চাহিদা সম্পন্ন।
ভেতরের অংশ- একটি টপ মাউন্ট রেফ্রিজারেটর, যার অর্থ এর উপরের অংশ ডীপ এবং নিচের অংশ নরমাল। এটি ডিফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর। তাই, আইস না জমিয়েই আপনার খাবার ঠান্ডা রাখবে অনেক দিন পর্যন্ত তাজা এবং স্বাস্থ্যকর।
রেফ্রিজারেটর কম্পার্টমেন্ট-এই অংশ উচ্চ মানের ম্যটেরিয়ালেড্রয়ার সিস্টেমে সাজানো।অনেক খাবার এক সাথে রাখার জন্য আপনি পর্যাপ্ত জায়গা পাবেন। খাবার গুলো আলাদা করে ড্রয়ারে রাখতে পারবেন। সবজি এবং ফল এক সাথে না রেখে আলাদআ ড্রয়ারে রাখলে তা ভালো থাকবে। রান্না করা বা সেদ্ধ খাবার আপনি শেলফে রাখতে পারবেন। এতে আপনার খাবার গুলো নিজেদের স্বাদ ও গন্ধ বজায়ে রেখে অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে। এই মডেলটি অনেক জায়গা সম্পন্ন ও আধুনিকভাবে সাজানো বিভিন্ন স্তরে স্তরে।তাই, এক সাথে অনেক খাবার রাখার জন্য আপনাকে ঝামেলাতে পড়তে হবে না।ভেতরে এল ইডি লাইট আছে।ফলে আপনি ভেতরে পর্যাপ্ত আলো পাবেন প্রতিটি কোণা ভালো ভাবে দেখার জন্য।
ফ্রিজার কম্পার্টমেন্ট- এই মডেল ছোট। তবে এখানেও আপনি পর্যাপ্ত জায়গা পাবেন। জমে যাওয়া খাবার গুলো আলাদা আলাদা ড্রয়ারে রাখতে পারবেন।এতে ফ্রোজেন খাবার বেরকরা সহজ হয়। আইস কিউব কেস এবং ডোর কেস ও আছে।
শীতলিকরণ বৈশিষ্ট্যঃ মাইক্রো হোলফোমিং টেকনোলজি সমৃদ্ধ একটি ডি-ফ্রষ্ট টাইপ রেফ্রিজারেটর মডেল এটি স্বাদ এবং গন্ধের কোন পরিবর্তন ছাড়াই এই মডেল আপনার খাবার দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবে। এছাড়াও খুব দ্রুত আইস জমিয়ে ফেলতে পারে, যার ফলে আপনি তাড়াতাড়ি বেশ কিছু আইস কিউব পেতে পারেন।
অন্যান্য বৈশিষ্ট্য- Gree refrigerator GDRF-450 বাইরের অংশ গ্যাল্ভানাইজড স্টীল প্লেট, যা আপনার ফ্রিজকে মরিচা এবং আবর্জনা থেকে রক্ষা করবে। এর ডোর গ্যাস্কেট খোলা যায়।আপনি এটি সহজে পরিষ্কার করতে পারবেন এবং আবার লাগিয়ে দিতে পারবেন আগের মতোই।এক্সটারনাল হ্যান্ডলিং সিস্টেম যা খুলে এবং লাগাতে সহজ। এর ডোর কব্জা গুলো অনেক মজবুত। যা আপনার রেফ্রিজারেটরের ভেতরের শীতল আবহ ধরে রাখে। ডোরলক আছে। এর অ্যাডজাস্টেবল ফিট থাকায় তা যেকোন সারফেসে কোন সাপোর্ট ছাড়াই রাখতে পারবেন।
মূল্য এবং প্রাপ্তিস্থান-
গ্রী বর্তমানে একটি সুপরিচিত ব্র্যান্ড। আপনার পাশের যে কোন বড় শো-রুমে আপনি গ্রী পণ্য পাবেন।আপনি আপনার পছন্দ মতো যে কোন শো-রুম থেকে কিনতে পারেন Gree refrigerator GDRF-450 ।এর মূল্য নির্ধারিত হয়েছে-৫০,০০০.০০ টাকা।