বাটারফ্লাই উইন্টার ওয়াও অফার
বাটারফ্লাই এর হোম অ্যাপ্লায়েন্সের ওপর আকর্ষণীয় ছাড় নিয়ে এলো “Winter Wow”। অফারটি ১ ফেব্রুয়ারী ২০২২ থেকে চলছে।বিস্তারিত-
- ১. ৫% পর্যন্ত ক্যাশব্যাক
- বাটারফ্লাই থেকে যেকোন ব্র্যান্ডের ভ্যাট সহ ৫,০০০ টাকা বা তার বেশী মূল্যের পণ্য নগদ কিনলে Gift Card এর মাধ্যমে ৫% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
- নগদ ক্রয়ে ক্যাশব্যাক অফারে ক্যাশ অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য কিনতে পারবেন।
- একটি পণ্যের ক্ষেত্রে কেবল মাত্র ১টি gift card-ই প্রযোজ্য হবে।
- পণ্য ক্রয়ের নিশ্চিত সিন্ধান্ত গ্রহনের পরই Gift Card এর কার্যক্রম শুরু করতে হবে এবং পরবর্তীতে তা কোন ভাবেই পরিবর্তন করতে পারবেন না।
২. ব্যাংক EMI-তে ৩% পর্যন্ত ক্যাশব্যাক , ক্রেডিট কার্ড এর মাধ্যমে ব্যাংক EMI এর ক্ষেত্রে বাটারফ্লাই থেকে যেকোন ব্র্যান্ডের পণ্য কিনলে Gift Card এর মাধ্যমে ৩% পর্যন্ত ক্যাশব্যাক অফারটি পাবেন।৩৬ মাস পর্যন্ত ব্যাংক EMI সুবিধা।
৩. কিস্তিতে ১% ক্যাশব্যাক, কিস্তিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে বাটারফ্লাই থেকে যেকোন ব্র্যান্ডের পণ্য কিনলে ১% ক্যাশব্যাক অফারটি পাবেন নিম্নোক্ত মডেল ব্যতীত।
প্রোডাক্ট |
মডেল |
স্যামসাং রেফ্রিজারেটর |
SS RB21KMFH5SE/D3 Silver |
স্যামসাং রেফ্রিজারেটর |
SS RT27HAR9DS8/D3 Silver |
স্যামসাং রেফ্রিজারেটর |
SS RT29HAR9DS8/D3 Silver |
স্যামসাং রেফ্রিজারেটর |
SS RT29HAR9DUT/D3 Purple |
স্যামসাং রেফ্রিজারেটর |
SS RT47K6231DX/D3 Brown |
স্যামসাং রেফ্রিজারেটর |
SS RT37K5532S8/D3 Silver |
সাধারণ শর্তঃ
বাটারফ্লাই “Winter Wow” অফার শুধুমাত্র বাটারফ্লাইয়ের নিজস্ব শোরুমে পাবেন।পণ্যের সার্ভিস ওয়ারেন্টি পলিসি অপরিবর্তিত থাকবে।কোম্পানির পলিসি অনুযায়ী নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে ফ্রী ইন্সটলেশন সুবিধা পাবেন।“Up to 5% Cashback” অফারটির সাথে Exchange offer ও প্রযোজ্য।