Published: 2021-01-04 Views: 597
ভিশন মাইক্রো ওয়েভ ওভেন VSM 30L

ভিশন মাইক্রো ওভেন VSM 30L এর কর্মক্ষমতা- এই ওভেনটি একসাথে মাইক্রোওয়েভ, কনভেনশন ও গ্রীল এই তিন রকম ফাংশনের সুবিধা দেবে ব্যবহারকারীকে।১০ রকম ইন্টারন্যাশনাল কুকিং রেসিপি সেট করা আছে এই ওভেনে।২০০টি দেশীয় এবং ইন্ডিয়ান রান্নার মেনু অটো সেট করা আছে এতে।সর্বোচ্চ ৯৫ মিনিট রান্না করতে পারে।রান্না শেষ হলে সিগ্ন্যালের মাধ্যমে জানিয়ে দেবে।ফ্রিজে জমে যাওয়া খাবার খুব অল্প সময়ে গরম করার জন্য আছে ডিফ্রস্ট অপশন।সময় অথবা খাবারের ওজন উল্লেখ করে দিয়েও ডিফ্রস্ট অপশন সেট করা যায়।
গঠন- ভিশন মাইক্রো ওভেন VSM 30L এর বডিতে উন্নত মানের ম্যটেরিয়াল ব্যবহার করা হয়েছে।স্টেইনলেস স্টীলের বডি যা মরিচারোধী। ওপরের গ্লাসডোর মিরর ফিনিশড মানে কাঁচের তৈরি এবং আয়নার ইফেক্ট সৃষ্টি হবে।একটি মজবুত হাতল সংযুক্ত আছে পাল্লার সাথে।হাতলের ডানপাশে কন্ট্রোল প্যানেল।টাচ এবং প্রেস সিস্টেমে পাতলা সিলিকন বোতামগুলো সক্রীয় হয়।
ধারণ ক্ষমতা- ভিশন মাইক্রো ওভেন VSM 30L এর ধারণ ক্ষমতা ৩০ লিটার। পুরো কালো রঙের এই ওভেনটি আপনার রান্নাঘরের সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি রান্নার কাজকে আরও সহজ করে দেবে।মাইক্রো ওয়েভ এর পাওয়ার লেভেল এর ৪টি কম্বিনেশন সহ ১০টি ধাপ আছে এই মডেলে।
মূল্য এবং শো-রুম- ভিশন মাইক্রো ওভেন VSM 30L আপনার শহরের ভিশন ইম্পোরিয়ামে বা ভিশন অনুমোদিত হোম অ্যাপ্লায়েন্সের শো-রুমে পেতে পারেন।এই মাইক্রো-ওয়েভ ওভেন এর মূল্য ১৬,৯০০.০০ টাকা।