Walton Personal Air Cooler WEA-B128R Price and Reviews
সীমিত জায়গার মধ্ যব্যবহারের জন্য ব্যক্তিগত এয়ার কুলার যথাযথ পছন্দ। সাধারন এয়ার কুলার এর তুলনায়, পারসোনাল এয়ারকুলার এর আকার বেশ ছোট হওয়ায় ঘরের যে কোন জায়গায় সহজেই রাখা যায়। এই গ্রীষ্মে ওয়ালটন নিয়ে এসেছে নতুন Walton Personal Air Cooler WEA-B128R সর্বাধিক ৭ লিটার পানি ধারন ক্ষমতা বিশিষ্ট ব্যক্তিগত এয়ারকুলার।
Walton Personal Air Cooler WEA-B128R একটি মজবুত প্লাস্স্টিকে তৈরী সহজে বহনীয় বাতাসের শীতলীকরণ যন্ত্র। এর গঠনের ভিতরে আছে হানীকম্ব কুলিং প্যাড এবং চার পাখা বিশিষ্ট প্লাস্স্টিকের ফ্যান যা একটি শক্তিশালী মোটর এর সাথে লাগানো থাকে যন্ত্রের কার্যধারা আরও তরান্বীত করার জন্য। এই টাওয়ার আকৃতি এয়ার কুলারটি প্রচন্ড গরমে আপনার ব্যবহৃত জায়গাটিকে শীতল রাখার জন্য যথেষ্ট।
এই মডেল এর বিশেষ বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হল-
বাষ্পী ভবনের এয়ারকুলারঃ এটি আপনি যেকোন খোলা জায়গায় রাখতে পারবেন। এসির মত ঘরের কোনো দেয়ালের সাথে সংযুক্ত করে রাখতে হয়না। এক্ষেত্রে আপনাকে একটি খোলামেলা জায়গা বেছে নিতে হবে যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে। নয়তো এই যন্ত্র সঠিক ভাবে কাজ করতে পারবে না।
হনীকম্ব শীতলীকরন মিডিয়াঃ গরম বাতাসকে ঠান্ডা বাতাসে রুপান্তরিত করতে এটি সবচেয়ে উপযোগী পদ্ধতি।
বরফবাক্সঃ অধিক ঠান্ডা বাতাস পাওয়ার জন্য আপনি চাইলে দুটো আইস কিউব রাখতে পারেন আইস বক্স এ। ওয়াটার স্টো্রেজ ট্যাঙ্ক এর পাশেই আইস বক্স দেয়া হয়েছে।
শীতলীকরন বৈশিষ্ট্যঃ শীতলী করন প্রক্রিয়ার প্রধান উপাদান পানি যা সম্পন্ন হয় প্লাস্স্টিকের পাখা ও মোটরদ্বা্রা। এই মডেল এর পানি ধারন ক্ষমতা সর্বোচ্চ ৭ লিটার এবং পানির মাপ বোঝার জন্য ইন্ডিকেটর আছে। এর বাতাস প্রবাহের ফাংশন ঘন্টায় ৬৫০ মিটার বেগে বাতাস প্রবাহিত করে।এতে অটোমেটিক অসিলেসন সিস্টেম থাকায় ঘরের যে কোন প্রান্তে বসে আপনি একই রকম ঠান্ডা হাওয়া পাবেন।
কন্ট্রোল প্যানেল: মডেল এর মাথার উপরে বাটন সিস্টেম কন্ট্রোল প্যানেল দেয়া আছে, যা দ্বারা আপনার সুবিধা ও প্রয়োজন মতো আপনি নিয়ন্ত্রন করতে পারবেন। ফাংশনএ তিন ধরনের স্পীড নিয়ন্ত্রন এর সুবিধা আছে। সম্মুখেই আপনি দেখবেন একটি বড় মজবুত প্লাস্টিকের তৈরী জানালা যা বাতাসের বাধাহীন স্বচ্ছন্দপ্রবাহ নিশ্চিত করে। এতে আপনি টাইমার সেট করতে পারবেন। টাইম সেট করে দিলে নির্দিষ্ট সময়পর অটো্মেটিক বন্ধহয়ে যাবে।
অন্যান্ যবৈশিষ্ট্যঃ এতে আছে নেগেটিভ আয়ন জেনারেটর যা দুরগন্ধ ও জীবানু দূরকরে।যা আপনাকে সতেজ বাতাসের অনুভুতিএনে দেবে আর মন প্রফূল্ল করবে।তবে একটা বিষয় খেয়াল রাখবেন, বর্ষাকালে বা প্রচন্ড স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে এয়ারকুলার ব্যবহার থেকে বিরত থাকা ভালো।
Walton Personal Air Cooler WEA-B128R একটি খুব সাধারন বৈশিষ্ট্যের ইলেট্রিক্যাল এ্যাপ্লায়েন্সযা ২২০ ভোল্ট থেকে ২৩০ভোল্ট এ চলে এবং মাত্র ৬০ ওয়াট বিদ্যুৎখরচ হয়। যার জন্য আপনাকে মাসের শেষে বিদ্যুৎ বিলের বাড়তি ঝামেলা পোহাতে হবে না।
Walton Personal Air Cooler WEA-B128R একটি সহজে ব্যবহার উপযোগী একটি অফহোয়াইট কালার এর মডেল ।আপনি আপনার নি্কটস্থ ওয়াল্টন অ্যাপ্লায়েন্সের শোরুম এ সাশ্রয়ী মূল্যে এটি কিনতে পারবেন। Walton Personal Air Cooler WEA-B128Rএরমূল্য৭৮০০ টাকা।