2019-10-26 Views: 191
ওয়াল্টন ইলেক্ট্রিক কেতলী WK-P1703 রিভিউ এবং মূল্য

পানি ফুটাতে আমরা ইলেক্ট্রিক কেটলী ব্যবহার করে থাকি।বাড়ির বিভিন্ন কাজেই গরম পানি লাগে।ব্যক্তিগত কাজেও যে কোন সময় গরম পানির দরকার লাগে।বিশেষভাবে রান্নার জন্য প্রতিদিন প্রতিটি বাড়িতেই গরম পানির দরকার লাগে।ইলেক্ট্রিক কেটলী এই গুরুত্বপূর্ণ কাজটাকে অনেক তাড়াতাড়ি এবং ঝামেলাহীন করে দিয়েছে।
বাজারে বিভিন্ন ধরনের ইলেক্ট্রিক কেটলী আছে।ওয়াল্টন বাংলাদেশের একটি অন্যতম বিশ্বস্ত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড।আপনাদের জন্য বাজারে এনেছে ওয়াল্টন ইলেক্ট্রিক কেতলী WK-P1703।
এই মডেলের বৈশিষ্ট্য,
প্লাস্টিক বডি- আপনার হাত পুড়ে যাওয়া থেকে রক্ষা করবে।যখন এর ভেতরে পানি ফুটতে থাকবে তখনও আপনি গ্লোভস ছাড়াই ধরতে পারবেন।
অটোমেটিক সুইচ অফ- যখন এটি এর কাজ সম্পন্ন করে তারপর নিজে নিজেই বন্ধ হয়ে যায়। আপনার কেতলী এবং বাড়িকে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করবে এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল থেকেও বাচাঁবে।সুতরাং,যখন আপনি অন্য কাজে ব্যস্ত থাকবেন, তখনও কেতলীতে পানি গরম করতে দিয়ে ঝুঁকিহীন থাকতে পারবেন।
লক সিস্টেমের ঢাকনা- ব্যবহারকারীকে গরম পানি দ্বারা কোন রকম দূর্ঘটনার হাত থেকে দূরে রাখবে।
পুরোপুরি খুলে রাখা ঢাকনা পরিষ্কারের সুবিধার জন্য- বর্তমানে যে মডেলগুলো বাজারে পাওয়া যাচ্ছে তার মধ্যে এটি একটি ইউনিক ডিজাইন,যার পুরো ঢাকনা খুলে ফেলা যায়।অন্যগুলোর কব্জা লাগানো ঢাকনা থাকে, যা পুরোপুরি আলাদা করা যায় না। ফলে পরিষ্কার করার সময় সুবিধা হয় না।
স্টেইনলেস স্টীলের কভারে হিটিং ইলিমেন্ট ঢাকা থাকে- কয়েল লুকানো থাকে কভারের নিচে।যা সরাসরি পানির সংস্পর্শ থেকে দূরে থাকে।কিন্তু সমান কার্যকর এবং কম সময়েই পানি গরম করে।
পানির লেভেল দেখার জন্য ইন্ডিকেটর সহ দুই পাশে স্বচ্ছ জানালা আছে।
৩৬০° বেজ সহ তার বিহীন কেতলী এটি।
পাওয়ার ইন্ডিকেটর এলইডি লাইট আছে।
ইলেকট্রিক কেতলী ব্যবহারের সুবিধা-
এই কেতলী গুলো বেশ কর্মক্ষম এবং কম সময়ে পানি গরম করতে পারে।আধুনিক কেতলী গুলো আরও বেশি কার্যকরী এবং খুব দ্রুত কাজ সম্পাদন করে।
আপনি শুধু প্লাগ ইন করুন বিদ্যুৎ-এর সাথে এছাড়া আর কোন জটিলতা নেই।এটি রাখতে পারবেন রান্নাঘরে চুলার পাশে বা কাউন্টার টেবিলে অথবা যে কোন সুবিধামতো জায়গায় যেখানে বিদ্যুতের সংযোগ দেয়া সম্ভব।
সবশেষে বলা যায়, একজন রাধুঁনীর প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স এটি কারণ এটি থাকলে খুব তাড়াতাড়ি আপনি চা বা কফি বানাতে পারবেন।যারা চা বা গ্রীণ টি বা কফি খেতে পছন্দ করে তাদের জন্য এটি বন্ধুর মতো।
সদৃশ্য এবং ধারণ ক্ষমতা-
ওয়াল্টন ইলেক্ট্রিক কেতলী WK-P1703 এর কালো এবং হাল্কা বাদামী এর সমন্বয়।এর গঠন খুবই সাধারণ পানির জগ-এর মতো।এর ঢাকনা সমান এবং মাথার সাথে মিলিয়ে আছে।এর বাহুর ওপরে সুইচ আছে।ব্র্যান্ডের নাম এর ঠিক নিচে একটি এলইডি লাইট আছে যা অফ বা অন নির্দেশ করে।ওয়াটার উইন্ডো-তে পানির পরিমাপ এর দাগাঙ্গিত স্কেল রয়েছে।যার ফলে আপনি বাইরে থেকে দেখতে পারবেন এবং পানির মাপ বুঝতে পারবেন, কি পরিমাণ পানি ভেতরে দিয়েছেন আপনি।এই মডেলের মোট ধারণ ক্ষমতা ১.৭ লিটার।এটি ১৮৫০ ওয়াট থেকে ২২০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। মূলত এর ২/৩ মিনিট সময় লাগে পানি ফুটাতে।
সবসময় ব্যবহার উপযোগী এই মডেলটি আপনি যে কোন হোম অ্যাপ্লায়েন্সের শো-রুমে, রান্নার জিনিষ পাওয়া যায় এমন দোকানে, সুপার শপ বা ওয়াল্টন শো-রুম এ পাওয়া যায়।ওয়াল্টন ইলেক্ট্রিক কেতলী WK-P1703 দামে খুব সস্তা।মাত্র ৯৮০.০০ টাকা।